Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০২২

অনুজীব পরীক্ষা

মৎস্য, মৎস্যপণ্য, মৎস্য খাদ্য, বরফ, পানি ও সোয়াবের অনুজীব পরীক্ষা

কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর, ঢাকার অনুজীব ল্যাবরেটরি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। এ ল্যাবে আইএসও টেস্ট মেথড অনুসরণ করে মাছ, চিংড়ি, বরফ, পানি ও সোয়াবের বিভিন্ন  অনুজীব পরীক্ষা সম্পন্ন করা হয়। এজন্য যথাযথভাবে পূরণকৃত আবেদন ও নমুনা পাঠানোর পাশাপাশি নির্ধারিত পরীক্ষণ ফি এবং পরীক্ষণ ফি এর ১৫% ভ্যাট পরিশোধ করতে হয়।

 

 

নমুনা গ্রহণ

অনুজীব পরীক্ষার জন্য প্রতিষ্ঠানের প্যাডে পরীক্ষণ প্যারামিটার উল্লেখপূর্বক পত্রসহ সরাসরি প্রতিনিধির মাধ্যমে যথাযথ তাপমাত্রায় সংরক্ষিত নমুনা প্রেরণ করতে হয়।

 

পরীক্ষণ প্যারামিটার

ম্যাট্রিক্স

পরীক্ষণ প্যারামিটার

পরীক্ষণ ফি

মৎস্য  ও মৎস্য পণ্য, সোয়াব, পানি এবং মৎস্য খাদ্য

Standard Plate Count (SPC)

৫০০/-

Total coliform

৫০০/

E. coli

৫০০/

Salmonella spp.

৭৫০/-

Vibrio cholera

৭৫০/-

Vibrio parahaemolyticus

৭৫০/-

 

অনুজীব পরীক্ষার ফলাফল প্রদান

নমুনা গ্রহণ থেকে শুরু করে সবগুলো এ্যানালাইসিস সম্পন্ন করে ফলাফল প্রদান করতে সর্বোচ্চ ১০ দিন সময় নেয়া হয়ে থাকে। ফলাফল ইমেইলের মাধ্যমে এবং ডাকযোগে পাঠানো হয়। ইমেইলে ফলাফল পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে একটি সচল ইমেইল আইডি আবেদন ফরমে উল্লেখ করতে হবে।

 

 

 

যোগাযোগ

 

মোঃ শফিউল আলম

পদবী: সহকারী পরিচালক

অফিস: কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর, ঢাকা

ই-মেইল: shafiulalam.dof@gmail.com

মোবাইল: ০১৭৩৫-৬০১২০৫