মৎস্য খাদ্যের গুণগতমান জানা মৎস্য চাষে একটি অন্যতম প্রয়োজনীয় দিক। কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর, ঢাকা মৎস্য চাষকে ত্বরান্বিত করতে এই প্রক্সিমেট এ্যানালাইসি সেবা প্রদান শুরু করেছে। এজন্য যথাযথভাবে পূরণকৃত আবেদন ও নমুনা পাঠানোর পাশাপাশি নির্ধারিত মূল্য এবং নির্ধারিত সেবামূল্যের ১৫% ভ্যাট পরিশোধ করতে হয়।
নমুনা গ্রহণ
প্রক্সিমেট এ্যানালাইসিস এর জন্য দুইভাবে নমুনা গ্রহণ করা হয়ঃ
(ক) সরাসরি প্রতিনিধির মাধ্যমে নমুনা প্রেরণ
(খ) ডাক/কুরিয়ার যোগে নমুনা প্রেরণ
সেবামূল্য
১। প্রোটিন এ্যানালাইসিস: ১০০০ টাকা
২। ফাইবার এ্যানালাইসিস: ১০০০ টাকা
৩। ফ্যাট এ্যানালাইসিস: ১০০০ টাকা
৪। ময়েশ্চার এ্যানালাইসিস: ৫০০ টাকা
৫। অ্যাশ এ্যানালাইসিস: ৫০০ টাকা
৬। এনপিএন এ্যানালাইসিস: ২০০০ টাকা
প্রক্সিমেট এ্যানালাইসিস এর ফলাফল প্রদান
নমুনা গ্রহণ থেকে শুরু করে সবগুলো এ্যানালাইসিস সম্পন্ন করে ফলাফল প্রদান করতে সর্বোচ্চ ১৫ দিন সময় নেয়া হয়ে থাকে। ফলাফল ইমেইলের মাধ্যমে এবং ডাকযোগে পাঠানো হয়। ইমেইলে ফলাফল পাঠানোর ক্ষেত্রে গ্রাহককে একটি সচল ইমেইল আইডি আবেদন ফরমে উল্লেখ করতে হবে।
যোগাযোগ
মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পদবী: সহকারী পরিচালক
অফিস: কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি, মৎস্য অধিদপ্তর, ঢাকা
ই-মেইল: shovon003@yahoo.com
মোবাইল: ০১৬৮০-৩৭৪৬৪৫